Air Pollution | ফের চরমে দিল্লির বায়ু দূষণ! ১লা জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বন্ধ বাজির ব্যবহার

Monday, October 28 2024, 1:03 pm
highlightKey Highlights

সার্বিকভাবে দিল্লির AQI ৩২৮। কিন্তু এদিন পঞ্জাবি বাগ, পুসা, সনিয়া বিহার, বুরারি ক্রসিং, আনন্দ বিহার, অশোক বিহার এলাকায় সকাল সাড়ে ১০টা নাগাদ AQI ছিল ৩৫০।


সোমবারও দিল্লির বাতাসের গুণমান রয়েছে অতিরিক্ত খারাপ ক্যাটেগরিতে। সার্বিকভাবে দিল্লির AQI ৩২৮। কিন্তু এদিন পঞ্জাবি বাগ, পুসা, সনিয়া বিহার, বুরারি ক্রসিং, আনন্দ বিহার, অশোক বিহার এলাকায় সকাল সাড়ে ১০টা নাগাদ AQI ছিল ৩৫০। অক্ষরধাম এলাকায় AQI ২৬১ থেকে লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭এ। এই আবহে আগামী ১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজির ব্যবহার বন্ধ করা হয়েছে। বাতাসের গুণমান অত্যন্ত খারাপ হওয়ার নেপথ্যে বাজি ছাড়াও দায়ী করা হচ্ছে কারখানাগুলি থেকে নির্গত ধোঁয়া, গাড়ির ধোঁয়া, খড় পোড়ানোর ধোঁয়াকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File