Delhi Air Pollution | দিল্লির বাতাসে 'বিষ'! শ্বাসকষ্টে ভুগছেন ২ লাখেরও বেশি রাজধানীবাসী

Wednesday, December 3 2025, 6:04 am
highlightKey Highlights

শুধু দিল্লিই নয়, দেশের সমস্ত মেট্রো শহরে বাড়ছে দূষণের মাত্রা। যার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে ফুসফুসের।


আজ, বুধবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রয়েছে ৩৭৫, যা ‘খুব খারাপ’ (Hazardous) শ্রেণির। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক সংসদে জানিয়েছে, দিল্লির বায়ু দূষণের কারণে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে শুধু দিল্লিতেই প্রায় ২ লক্ষ মানুষের ফুসফুসে সমস্যা দেখা গিয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, দিল্লির বাতাসের মান ক্রমশ খারাপ দিকে এগোচ্ছে। এরপরও নিষ্ক্রিয় রয়েছে সরকার। দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। আজ সেই মামলার শুনানি হবে। উল্লেখ্য, দেশের সমস্ত মেট্রো শহরে বাড়ছে দূষণের মাত্রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File