দেশ

Delhi 10/11 Blast | লালকেল্লায় রেইকি কাশ্মীরি চিকিৎসকের? সিসিটিভি ফুটেজে সামনে এলো সুইসাইড বম্বারের চেহারা

Delhi 10/11 Blast | লালকেল্লায় রেইকি কাশ্মীরি চিকিৎসকের? সিসিটিভি ফুটেজে সামনে এলো সুইসাইড বম্বারের চেহারা
Key Highlights

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এ বার সামনে এল সুইসাইড বম্বারের চেহারা। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িতে থাকা ওই ব্যক্তিও চিকিৎসক বলে দাবি তদন্তকারীদের।

লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই চোখ কপালে উঠেছে পুলিশের। ফুটেজে দেখা গিয়েছে, সাদা রঙের হুন্ডাইয়ের i-20 গাড়িটি দুপুর ৩টে ১৯মিনিট নাগাদ লালকেল্লা সংলগ্ন একটি পার্কিং লটে ঢুকে পড়ে। তাঁর আগে গাড়িটিকে দরিয়াগঞ্জ, কাশ্মীর গেট, লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। অনুমান, কোথায় বিস্ফোরণ ঘটালে তীব্র আতঙ্ক ছড়াবে তা জানতে গাড়ি নিয়ে ঘুরছিল সুইসাইড বম্বার। সামনে এসেছে সুইসাইড বম্বারের চেহারা। পুলিশের অনুমান, ওই ব্যক্তি এক কাশ্মীরি চিকিৎসক।