Delhi 10/11 Blast | ডাক্তার উমর-ই সুইসাইড বম্বার! ডিএনএ রিপোর্ট মিলিয়ে জানালো পুলিশ

Thursday, November 13 2025, 4:15 am
highlightKey Highlights

নিশ্চিত করা হয়েছে, দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল উমরই।


১০ নভেম্বর, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার অদূরে গাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়, আহত একাধিক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, i20 গাড়ির চালকের আসনে বসে রয়েছে চিকিৎসক উমর উন নবি। যদিও দুর্ঘটনার পর তাঁর খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পান তদন্তকারীরা। তাতে জানা যায় বিস্ফোরণের সময় চালকের আসনেই বসে ছিল উমর। বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সে ই ছিল সুইসাইড বম্বার। উল্লেখ্য, উমরের মায়ের ডিএনএ স্যাম্পলের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File