AMCA Execution | ভারতের হাতে আসবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান! তৈরী হবে দেশেই! অনুমোদন দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং!
Tuesday, May 27 2025, 6:00 pm
Key Highlightsইতিমধ্যে AMCA প্রোগ্রাম এক্সিকিউশন মডেল অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সামরিক ক্ষেত্রে আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। এবার হাতে আসবে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আর এই যুদ্ধবিমান তৈরী হবে দেশেই। অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্র্যাফট (AMCA) তৈরি হবে শিল্প অংশীদারিত্বের মাধ্যমে। ইতিমধ্যে AMCA প্রোগ্রাম এক্সিকিউশন মডেল অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, ২০৩০ সালের পর পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানগুলির নির্মাণ শুরু করবে ভারত। এখনও পর্যন্ত মাত্র তিনটি দেশ আমেরিকা, রাশিয়া এবং চিনের কাছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান রয়েছে।

