Rajnath Singh | পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দিকে নজর রাখা উচিত : শ্রীনগর থেকে IAEAকে বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর!

প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উচিত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দিকে কড়া নজর রাখা।
অপারেশন সিঁদুরের সাফল্যের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন রাজনাথ। এরপর শ্রীনগরে জওয়ানদের সঙ্গে দেখাও করেন তিনি। সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উচিত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দিকে কড়া নজর রাখা। তিনি বলেন, “দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত মানসিকতাসম্পন্ন কোনও দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা কি আদৌ নিরাপদ? আমার মনে হয় IAEAর উচিত পাকিস্তানের সমস্ত পারমাণবিক অস্ত্রের উপর নজর রাখা।”