সেলিব্রিটি

সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট ডিলিট করে নতুন বছরে নতুন কী ঘোষণা করলেন দীপিকা পাডুকোন?

সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট ডিলিট করে নতুন বছরে নতুন কী ঘোষণা করলেন দীপিকা পাডুকোন?
Key Highlights

বছর শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট ডিলিট করে চমক দিয়েছিলেন দীপিকা। খানিক বাদে জানা গেল এই চমক আসলে নিজের মনের কথা বলারই বড় সড় অবতারণা ছিল। ২০২১ সালের ফাঁকা পাতা নতুন করে ভরানোর চেষ্টাতে দীপিকা আনতে চলেছেন অডিও ডায়েরি। তাতে তাঁর দিন যাপনের নানা চিন্তাভাবনার সঙ্গে থাকবে নিত্যদিনের নানা অভিজ্ঞতার কথা। ভক্তদের মনযোগ পেতে এ ভাবেই তাঁদের মনের সঙ্গে যোগসূত্র স্থাপন করবেন তিনি। আর তারই মাধ্যম হবে এই অডিও ডায়েরি।