Depika Padukone | মা হলেন দীপিকা, গনেশ চতুর্থীর পরের দিনই ‘দীপবীরে’র ঘরে এলো লক্ষ্মী
গণেশ চতুর্থীর পরের দিনই দীপবীরের কোল আলো করে এল ছোট্ট লক্ষ্মী।
দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই উচ্ছসিত ছিলেন সকলেই। অভিনেতা তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মত যেন অপেক্ষায় ছিলেন ভক্তরাও। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। গণেশ চতুর্থীর পরের দিনই দীপবীরের কোল আলো করে এল ছোট্ট লক্ষ্মী। শুক্রবার সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিয়ে দক্ষিণ মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা। জল্পনা ছিলই, আজ, রবিবারই মা হতে পারেন অভিনেত্রী। প্রথমে জানা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপবীরের প্রথম সন্তান। কিন্তু তার আগেই সন্তান এল দীপিকার কোলে।
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- দীপিকা পাডুকোন
- রণবীর সিং