অবসর নিলেও ভারতীয় ক্রিকেটকে সাহায্য করে চলেছেন ধোনি
Saturday, May 22 2021, 6:25 am
Key Highlights'ধোনি'- ব্যাস এই একটি শব্দই যথেষ্ট। 'ধোনি' মানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তিনিই দীর্ঘ বছর ধরে কোটি টাকার ম্যাচ আইপিএলে চেন্নাই সুপার কিঙ্গস-এর হয়ে অধিনায়কত্ব করে এসেছেন। বর্তমানে তিনি তার ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। তবে, টি২০ ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য বোলার দীপক চহার জানিয়েছেন, তিনি আইপিএলে চলাকালীন ধোনির সংস্পর্শে এসেছেন, তাঁর অধিনায়কত্ব অনুভব করেছেন। এমনকি পাওয়ার প্লে-তে বোলিং-এর শিক্ষা তাঁর কাছ থেকেই পাওয়া। খুব সম্ভবত শীঘ্রই ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার হিসেবে চহার অংশ নিতে চলেছেন।