Bangladesh | ২৮ জন সাংবাদিকদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত বাংলাদেশের
বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত ও ২০ জনের প্রেস কার্ড বাতিল করেছে।
২৮ জন সাংবাদিকদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত বাংলাদেশের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়টির প্রেস১ শাখা থেকে উদৃত করে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা, বেসরকারি টেলিভিশন, অনলাইন ও কয়েকটি পত্রিকার সম্পাদক সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই বিজ্ঞপ্তিটি দেয়া হয়। অন্যদিকে, বাংলাদেশের ২০ জন সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে বাংলাদেশের তথ্য অধিদপ্তর।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- সাংবাদিক