সেলিব্রিটিপ্রয়াত অলরাউন্ডার ক্রীড়াবিদ তথা 'বিশ্বের সেরা অ্যাথলেট' রাফার জনসন !
২০২০ সালে ফের নক্ষত্র পতন। লস এঞ্জেলসের নিজের বাড়িতেই মারা গেলেন 'বিশ্বের সেরা অ্যাথলিট' রাফার জনসন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে রুপো এবং তার চার বছর পর অর্থাৎ ১৯৬০ সালে রেকর্ড স্কোর করে অলিম্পিকে ডিকাথলনে সোনার পদক জয় করেন। LA84 ফাউন্ডেশনের তরফে এই দুর্দান্ত অলরাউন্ডার ক্রীড়াবিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লস এঞ্জেলেসের মেয়র এরিক গ্যারাসেটি এক টুইট বার্তায় লেখেন, "রাফার জনসন আমার পরিচিত সর্বকালের অন্যতম সেরা ব্যক্তি ছিলেন - একজন ক্রীড়াবিদ এবং আমাদের শহরের গর্ব।"