Jalgaon Train Accident | গুজবে কান দিয়ে পুষ্পক এক্সপ্রেস থেকে লাফ দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩! আর্থিক সহায়তার কথা ঘোষণা সরকারের

Thursday, January 23 2025, 10:36 am
highlightKey Highlights

অগ্নিকাণ্ডের গুজবে জলগাঁওয়ে পুষ্পক এক্সপ্রেস থেকে লাফ দিয়ে পাশের থেকে আসা ট্রেনে কাটা পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩।


অগ্নিকাণ্ডের গুজবে জলগাঁওয়ে পুষ্পক এক্সপ্রেস থেকে লাফ দিয়ে পাশের থেকে আসা ট্রেনে কাটা পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩। যার মধ্যে ৮ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এছাড়া আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে দেড় লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক। যাঁদের আঘাত গুরুতর, রেলের তরফে তাঁদের সকলকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ছোটখাটো আঘাত যাঁদের, তাঁরা মাথা পিছু পাবেন ৫ হাজার টাকা। মহারাষ্ট্র সরকারও ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File