আন্তর্জাতিক

Abdul Rehman Makki | মৃত্যু ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ আবদুল রহমান মক্কির

Abdul Rehman Makki | মৃত্যু ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ আবদুল রহমান মক্কির
Key Highlights

২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ আবদুল রহমান মক্কির মৃত্যু হয়েছে বলে খবর।

২৬/১১ মুম্বই হামলার ক্ষত আজও দগদগে ভারতীয়দের মনে। এই জঙ্গি হামলায় প্রাণ হারান ১৬৬ জন। সেই হামলার ঘটনার মূলচক্রী হাফিজ আবদুল রহমান মক্কির মৃত্যু হয়েছে বলে খবর। পাকিস্তানে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। উল্লেখ্য, ২০১০ সালে তাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ২০২০ সালে মক্কিকে ‘গ্লোবাল টেররিস্ট’ ঘোষণা করে নয়াদিল্লি। তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে মক্কিকে গৃহবন্দি করার রায় দেওয়া হয়। গত বছর রাষ্ট্রসংঘ মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে।