Ragging | র্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Monday, November 18 2024, 9:16 am
Key Highlightsগুজরাটের মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের শিকার হয়ে প্রথম বর্ষের ছাত্র অনিল মেথানিয়ার মৃত্যু, পুলিশ তদন্তে।
ফের র্যাগিংয়ের জেরে মৃত্যু! জানা গিয়েছে, গুজরাটের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়াকে ঠাটাপোড়া রোদে টানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। এর জেরেই মৃত্যু হয়েছে তার। সূত্রের খবর, তৃতীয় বর্ষের পড়ুয়ারা মিলে প্রথম বর্ষের নবাগত পড়ুয়াদের র্যাগিং করছিল। এমনকি ‘ইন্ট্রোডাকশনে’র নামে নবাগতদের ঘণ্টার পর ঘণ্টা হস্টেলের ছাদে দাঁড় করিয়ে রাখতো উচ্চ বর্ষের পড়ুয়ারা। ইতিমধ্যে, এই ঘটনার জন্য দুর্ঘটনার কারণে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- গুজরাট
- মেডিকেল পড়ুয়া
- ক্রাইম

