Medicine Ban | নিষিদ্ধ স্যালাইনের জেরে মৃত্যু প্রসূতির! এরই মধ্যে নিষিদ্ধ আরও ৭টি ওষুধ
Sunday, January 12 2025, 7:56 am
Key Highlightsনিষিদ্ধ স্যালাইন দেওয়ায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে এক প্রসূতির। আশঙ্কাজনক আরও তিন।
নিষিদ্ধ স্যালাইনের জেরে আতঙ্ক মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিষিদ্ধ স্যালাইন দেওয়ায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে এক প্রসূতির। আশঙ্কাজনক আরও তিন। কীভাবে এই নিষিদ্ধ স্যালাইন হাসপাতালে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আরও ৭ ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল।ওষুধগুলো হল RANITIDINE, CEFTRIAXONE, ONDANSETRON, FENTANYL CITRATE, OXYTOCIN। পাশাপাশি, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মজুত সব লিঙ্গার ল্যাকটেটের ব্যবহারই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ওষুধ
- স্বাস্থ্য
- চিকিৎসা

