Panskura | ‘আরজি কর করে দেব’! মামলা তোলার জন্য পাঁশকুড়া চিপস-কাণ্ডে মৃত কিশোরের মাকে হুমকি!

Wednesday, July 2 2025, 8:32 am
highlightKey Highlights

মৃত কিশোরের মাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামীর বিরুদ্ধে।


প্রায় দেড় মাস আগে পাঁশকুড়া চিপস কান্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিলো গোটা রাজ্য। এবার মৃত কিশোরের মাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামীর বিরুদ্ধে। মৃত কিশোরের মায়ের অভিযোগ, ধৃত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য জোড় দেওয়া হয়, সেই প্রস্তাবে রাজি না হলে মৃত কিশোরের মাকে প্রাণে মেরে ফেলার এবং আরজিকরের ঘটনার কথা স্মরণ করিয়ে তাঁকে ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে পুলক গোস্বামী সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File