RR vs KKR | গুয়াহাটিতে ডি’কক ঝড়, রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর


গুয়াহাটির মাঠে চ্যাম্পিয়নের মেজাজে ফিরল কলকাতা নাইট রাউইডার্স। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে দুরন্ত কামব্যাক করে অজিঙ্ক রাহানেরা ঝুলিতে পুরলেন দুই পয়েন্ট।
ঘরের মাঠে হারের পর গুয়াহাটিতে ফের জয়ের সরণিতে ফিরলো কলকাতা। আর রাজস্থানের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল জয় পেলো নারিনহীন নাইটরা। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। এদিনের ম্যাচে নারিনের বদলে মইন আলিকে নামানো হয়। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রানের টার্গেট সেট করে রাজস্থান। আজ নাইটদের ম্যাচ জেতালেন কুইন্টন ডি’কক। ৬১ বলে ৯৭ রানের ইনিংস খেলেন এই প্রোটিয়া তারকা। ২২ রানে অপরাজিত থাকেন রঘুবংশী।