Char Dham Yatra | হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং! চার ধাম যাত্রায় বিভ্রাট! অ্যাভিয়েশন সংস্থার লাইসেন্স ‘সাসপেন্ড’ DCGA-এর

Tuesday, June 10 2025, 1:52 pm
Char Dham Yatra | হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং! চার ধাম যাত্রায় বিভ্রাট! অ্যাভিয়েশন সংস্থার লাইসেন্স ‘সাসপেন্ড’ DCGA-এর
highlightKey Highlights

চার ধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবায় একের পর এক বিভ্রাট! দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DCGA)।


শনিবার গুপ্তকাশীর কাছে ব্যস্ত সড়কে কেদারনাথগামী একটি হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং করে। উড়ানের সময় তাতে ছিলেন ৫ জন যাত্রী ও দু’জন পাইলট। এই দুর্ঘটনায় কপ্টারে থাকা যাত্রী ও পাইলটরা বরাত জোরে রক্ষা পেলেও হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরই দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DCGA)। সোমবার চার ধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কেস্ট্রেল অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের লাইসেন্স সাসপেন্ড করেছে DCGA।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File