DC vs LSG | বিশাখাপত্তনমে মুখোমুখি অক্ষর-পন্থ! দেখুন দিল্লি ও লখনউয়ের সম্ভাব্য একাদশে রয়েছেন কারা
Monday, March 24 2025, 12:59 pm

আজ IPL ২০২৫র চতুর্থ ম্যাচে বিশাখাপত্তনম স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্য়াপিটালস ও লখনউ সুপার জায়ন্ট।
আজ IPL ২০২৫র চতুর্থ ম্যাচে বিশাখাপত্তনম স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্য়াপিটালস ও লখনউ সুপার জায়ন্ট। এদিন দিল্লির সম্ভাব্য একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, অক্ষর পাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, কুলদীপ, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার, সমীর রিজভি ও মোহিত শর্মা। লখনউয়ের সম্ভাব্য একাদশ: যুবরাজ চৌধুরি, মিচেল মার্শ, ঋষভ পন্থ(অধিনায়ক), নিকোলাস পুরান, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রাজবর্ধন, রবি বিষ্ণোই, শেমার জোসেফ, আয়ুষ বাদোনি।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল
- দিল্লী ক্যাপিটালস্
- লখনউ সুপার জায়ান্ট