Mukesh Khanna | 'পরের বার বলার আগে...', শত্রুঘ্ন সিনহার সমালোচনা করতেই মুকেশ খান্নাকে পাল্টা জবাব দিলেন মেয়ে সোনাক্ষি

Tuesday, December 17 2024, 9:45 am
Mukesh Khanna | 'পরের বার বলার আগে...', শত্রুঘ্ন সিনহার সমালোচনা করতেই মুকেশ খান্নাকে পাল্টা জবাব দিলেন মেয়ে সোনাক্ষি
highlightKey Highlights

অভিনেত্রী লিখেছেন, ‘পরের বার আমার বাবা আমার মধ্যে যে মূল্যবোধ তৈরি করেছেন সে সম্পর্কে কিছু বলার আগে মনে রাখবেন এই মূল্যবোধের কারণেই আমি যা বলেছি তা খুব শ্রদ্ধার সঙ্গে বলেছি।’


মুকেশ খান্নাকে উদ্দেশ্য করে বিবৃতি জারি করলেন সোনাক্ষি সিনহা। অভিনেত্রী লিখেছেন, ‘পরের বার আমার বাবা আমার মধ্যে যে মূল্যবোধ তৈরি করেছেন সে সম্পর্কে কিছু বলার আগে মনে রাখবেন এই মূল্যবোধের কারণেই আমি যা বলেছি তা খুব শ্রদ্ধার সঙ্গে বলেছি।’ আসলে ২০১৯ সালে, সোনাক্ষী যখন KBCতে অংশ নিয়েছিলেন তখন তাঁকে প্রশ্ন করা হয় হনুমান কার জন্য রামায়ণে সঞ্জীবনী বুটি এনেছিলেন? কিন্তু সোনাক্ষি সঠিক উত্তর দিতে পারেননি। এই প্রসঙ্গে অভিনেতা মুকেশ খান্না বলেন, ‘সোনাক্ষির দোষ নেই; এটা ওর বাবার দোষ।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File