Jadavpur | নারী দিবসে মেয়েকে তিনতলার ফ্ল্যাট থেকে ধাক্কা! যাদবপুরের ঘটনায় কাঠগড়ায় বাবা
Saturday, March 8 2025, 4:34 pm
Key Highlightsআন্তর্জাতিক নারী দিবসে মর্মান্তিক ঘটনা যাদবপুরের আনন্দপল্লি এলাকায়। নিজের মেয়েকে খুনের চেষ্টার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার বাবা!
নিজের মেয়েকে খুনের চেষ্টায় যাদবপুরের আনন্দপল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। সূত্রের খবর, শনিবার দুপুরে আনন্দপল্লির একটি ফ্ল্যাটের নিচে এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। তারাই খবর পাঠান পুলিশকে। জানা যায়, বছর পনেরোর ওই কিশোরী তিনতলার ফ্ল্যাট থেকে পড়ে গিয়েছে। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে কিশোরীর বাবা চিন্ময় গোপকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। কি কারণে তিনি এমন করলেন তা জানা যায়নি।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- যাদবপুর
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন

