Kolkata League | দিন ঘোষণা হয়ে গিয়েছে অথচ মিলছে না স্টেডিয়াম, অথৈ জলে কলকাতা লিগের ভবিষ্যৎ
সোমবারই নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের বাকি দুটি ম্যাচের দিন ঘোষণা করেছিল আইএফএ। চব্বিশ ঘণ্টার মধ্যে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়ে দিল, উক্ত দুই দিন তাদের স্টেডিয়াম পাওয়া যাবে না।
সোমবার ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ডহারবার এফসি এবং ডায়মন্ডহারবার বনাম মহামেডান ম্যাচের দিন ঘোষণা করেছিল আইএফএ। বলা হয়েছিল, ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ডহারবারের ম্যাচটি হবে ১৩ফেব্রুয়ারি এবং ডায়মন্ডহারবার বনাম মহামেডান ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি। তারপরই ডায়মন্ডহারবার এফসি জানায়, তাঁরা ১৬ ফেব্রুয়ারি আই লিগ খেলে ১৮ তারিখ কলকাতা লিগ খেলতে পারবে না। এরই মধ্যে নৈহাটী স্টেডিয়াম কতৃপক্ষ জানালো আইএফএর ঘোষণা করা তারিখে স্টেডিয়ামে অন্য অনুষ্ঠান থাকায় ওই দুটি দিনে ঘরোয়া লিগের ম্যাচ করা সম্ভব নয়।