দেশ

ব্যক্তিগত তথ্য ফাঁস ডেবিট-ক্রেডিট কার্ডধারী ৭০ লক্ষ দেশবাসীর!

ব্যক্তিগত তথ্য ফাঁস ডেবিট-ক্রেডিট কার্ডধারী ৭০ লক্ষ দেশবাসীর!
Key Highlights

মারাত্মক চাঞ্চল্যকর এক তথ্য জানাচ্ছেন ইন্টারনেট সুরক্ষা গবেষকরা। ভারতের প্রায় ৭০ লক্ষ ডেবিট অথবা ক্রেডিট কার্ডধারীর নাম, ফোন নম্বর, ইমেল আইডি এবং আয়ের বিবরণ-সহ ব্যক্তিগত তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে। এ সব তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া অধিকাংশ তথ্যই সঠিক। যদিও এটা এখনও যাচাই করে দেখা হয়নি যে ৭০ লক্ষ ব্যবহারকারীর ডেটা ফাঁসের অভিযোগ আদৌ ঠিক না ভুল। তবে ইন্টারনেট গবেষকরা এই তথ্যগুলি ক্রস চেক করে দেখেছেন এবং অধিকাংশ তথ্যই সঠিক। রাজাহরিয়া বলেন, ‘‌আমার মনে হয় কেউ এই ডেটা বা ‌লিঙ্ক ডার্ক ওয়েবে বিক্রি করেছে এবং পরে তা প্রকাশ্যে চলে আসে। আর্থিক তথ্য ইন্টারনেটে সবচেয়ে মূল্যবান তথ্য।'‌