খেলাধুলা

Kolkata Rain | আশঙ্কার কালো মেঘ ইডেনের আকাশে, বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে আইপিএলের উদ্বোধনী ম্যাচ

Kolkata Rain | আশঙ্কার কালো মেঘ ইডেনের আকাশে, বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে আইপিএলের উদ্বোধনী ম্যাচ
Key Highlights

বাদ সাধল আবহাওয়া দফতরের পূর্বাভাস। আশঙ্কার মেঘ দানা বাঁধল আইপিএলের উদ্বোধন ঘিরে।

গত দুদিন ধরে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচ। কেকেআর বনাম আরসিবি উদ্বোধনী ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে কপালে ভাঁজ পড়েছে আইপিএল কতৃপক্ষের। শনিবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃষ্টির জেরে ভেস্তে যেতে পারে কেকেআর বনাম আরসিবি ম্যাচ উদ্বোধনী ম্যাচ। দল পিছু পাঁচ ওভার করে খেলতে হলে অন্তত রাত ১০.৫৬তে খেলা শুরু করানো জরুরি।