Darjeeling | ভরা মরশুমে বন্ধ দার্জিলিংয়ের জনপ্রিয় নাইট ক্লাব 'গ্লেনারিজ', বড়দিনের আগে মনখারাপ পর্যটকদের

অভিযোগ, আবগারি নিয়ম অমান্য করার জন্যই নাইট ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে।
বড়দিনের দার্জিলিংয়ে মনখারাপ পর্যটকদের। আবগারি নিয়ম অমান্য করার অভিযোগে দার্জিলিংয়ে বন্ধ করে দেওয়া হলো জনপ্রিয় নাইট ক্লাব গ্লেনারিজ। দার্জিলিংয়ের পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দাবি, আবগারি নিয়ম লঙ্ঘণ করা হয়েছে, এমনকী বারের লাইসেন্স রিনিউ হয়নি। তাই জন্য তিন মাসের জন্য ক্লাব বন্ধ করা হয়েছে। মালিক অজয় এডওয়ার্ডের অভিযোগ, “ওরা বলছে পানশালায় যেখানে গান হয় সেখানকার লাইসেন্স ভ্যালিড নয়। আমার ম্যানেজার আগেই কাগজপত্র জমা দিয়েছিল। আগের এসপি কিছু বলেননি। কিন্তু নতুন যিনি এসপি হয়ে এসেছেন উনি বন্ধ করতে বলেছেন।”
- Related topics -
- রাজ্য
- দার্জিলিং
- পর্যটক
- পর্যটন কেন্দ্র
- রেস্তোরাঁ
- পুলিশ প্রশাসন
