Padmaja Naidu Zoo | পৃথিবীর সেরা Conservation Project হিসেবে মনোনীত দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা
Wednesday, October 9 2024, 6:23 am
Key Highlights
রেড পান্ডা প্রতিপালন ও সংরক্ষণে অগ্রণী ভূমিকার কারণে পৃথিবীর সেরা 3 Conservation Project এর একটি হিসেবে মনোনীত হয়েছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা।
দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা হিমালয়ান জুলজিকাল পার্ক পেল দেশের হয়ে প্রথম এক কৃতিত্বের স্মারক। রেড পান্ডা প্রতিপালন ও সংরক্ষণে অগ্রণী ভূমিকার কারণে পৃথিবীর সেরা 3 Conservation Project এর একটি হিসেবে মনোনীত হয়েছে পদ্মজা নাইডু চিড়িয়াখানা হিমালয়ান জুলজিকাল পার্ক! ওয়ারল্ড অ্যাসোসিয়েশন অফ জু'স অ্যান্ড অ্যাকোয়ারিয়ামসের পক্ষ থেকে এই স্বীকৃতি দার্জিলিংয়ের। পরিবেশ এবং প্রাণী সংরক্ষণের জন্য পুরস্কারও ঘোষণা হবে 2024 WAZA Conservation and Environmental Sustainability Awards এর পক্ষ থেকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দার্জিলিং
- অন্যান্য