দার্জিলিংশৈলরানি দার্জিলিংকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্লাস্টিক ফ্রি জোন ঘোষণা রাজ্যে
কাঞ্চনজঙ্ঘা দর্শন ও সূর্যদয়ের জন্য বিখ্যাত টাইগার হিলকে প্লাস্টিক মুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এবার থেকে পর্যটক ও স্থানীয়দের টাইগার হিলে প্রবেশ করতে হলে যাবতীয় প্লাস্টিকজাত দ্রব্য বাইরে রাখতে হবে। তার জন্য ইতিমধ্যে বসানো হয়েছে ড্রপ বক্স। শুধুমাত্র টাইগার হিল নয়, সমগ্র সেনচেল অভয়ারণ্যকেই প্লাস্টিক মুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে সেনচেলের অন্তর্গত কোনও স্থানে প্রবেশের আগে প্রত্যেকের ‘প্লাস্টিক মুক্ত’ হওয়া বাধ্যতামূলক। প্রতিদিন টাইগার হিলে ভিড় জমান বহু পর্যটক। এছাড়া স্থানীয়দের আনাগোনাও লেগে থাকে। দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণকে দূষণমুক্ত করতে আগেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।