Darjeeling | দার্জিলিংয়ে বড় আকর্ষণ, টয়ট্রেনের সঙ্গে জুড়ছে ব্রিটিশ আমলের ১৪টি বগি!

Friday, January 23 2026, 1:05 pm
Darjeeling | দার্জিলিংয়ে বড় আকর্ষণ, টয়ট্রেনের সঙ্গে জুড়ছে ব্রিটিশ আমলের ১৪টি বগি!
highlightKey Highlights

ব্রিটিশ আমলের ১৪টি কামরা মেরামত করে লাইনে নামাতে উদ্যোগী হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।


ভোটের আগে দার্জিলিংয়ে পর্যটকদের জন্য বড় আকর্ষণ। এবার ব্রিটিশ আমলের ১৪টি কামরা মেরামত করে লাইনে নামাতে উদ্যোগী হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ডিএইচআর এর অধিকর্তা ঋষভ চৌধুরী জানান, দেশ বিদেশের পর্যটকরা ব্রিটিশ আমলে টয়ট্রেন কেমন করে চলত সেটা জানতে চান। ওই কারণে তিনটি ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন মিউজিয়াম থেকে এনে মেরামত করে ট্র‍্যাকে নামানো হয়েছে। একটি সাফারিতে ব্যবহার করা হচ্ছে। আরও দুটোকে সাফারিতে ব্যবহার করা হবে। ইঞ্জিনের পাশাপাশি ব্রিটিশ আমলের ১৪টি পুরনো দিনের কামরা মেরামত করে ব্যবহার করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File