দেশ

তেলের দাম বৃদ্ধি হওয়ায় এবার দ্বিগুণ ভাড়া গুনতে হবে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে

তেলের দাম বৃদ্ধি হওয়ায় এবার দ্বিগুণ ভাড়া গুনতে হবে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে
Key Highlights

জ্বালানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে অতিমারীর জেরে দীর্ঘদিন বন্ধ ছিল যান চলাচল। অবশেষে নিষেধ কাটিয়ে একমাস পরে শিলিগুড়ি থেকে পাহাড়ের জন্য গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে সেক্ষেত্রে জারি রয়েছে আরো এক নিয়ম, অর্থাৎ বলা হয়েছে কেবল ৫০ শতাংশ যাত্রী নিয়েই গাড়ি চলাতে হবে। পাহাড়গামী গাড়ির চালকেরা জানিয়েছে, ইতিমধ্যেই ডিজেলের দাম ৯০ ছাড়িয়ে গিয়েছে। তাই আকাশছোঁয়া গাড়ির তেলের খরচ ওঠাতেই এবার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। দ্বিগুন বাড়ানো হয়েছে ভাড়া অর্থাৎ বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বেসরকারি গাড়িগুলিতে মাথাপিছু ভাড়া দিতে হয়েছে ৪০০ টাকা। যা আগে ছিল ২০০ টাকা।