Kolkata Metro | ফের মেট্রো বিভ্রাট! ময়দান স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রো থামিয়ে নামিয়ে দেওয়া হল যাত্রীদের!


মঙ্গলবার রাত ৮টা নাগাদ আচমকা দক্ষিণেশ্বরগামী মেট্রো ময়দান স্টেশনে থামিয়ে দেওয়া হয়।
ফের মেট্রো বিভ্রাট শহর কলকাতায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ আচমকা দক্ষিণেশ্বরগামী মেট্রো ময়দান স্টেশনে থামিয়ে দেওয়া হয়। এরপর যাত্রীদের মেট্রো রেক খালি করে দেওয়ার ঘোষণা করা হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এদিন পৌনে আটটা নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রো ময়দান স্টেশনে এমারজেন্সি ব্রেক কষে। তারপরই সেই মেট্রোটি ফাঁকা করে দেওয়া হয়। প্রায় ১৫ মিনিট ওই স্টেশনেই দাঁড়িয়েছিল মেট্রোটি। পরে সেই মেট্রোটিকে সরিয়ে নোয়াপাড়া কারশেডে পাঠানো হয়। তবে পরিষেবা স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়।