দেশ

Defence | পাক-চিনকে শায়েস্তা করবে ভারতের তিন সেনাবাহিনী, ৭৯ হাজার কোটি টাকার সমরাস্ত্র কিনতে অনুমোদন কেন্দ্রের!

Defence | পাক-চিনকে শায়েস্তা করবে ভারতের তিন সেনাবাহিনী, ৭৯ হাজার কোটি টাকার সমরাস্ত্র কিনতে অনুমোদন কেন্দ্রের!
Key Highlights

স্থল, নৌ এবং বায়ুসেনার শক্তি বাড়াতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য ৭৯ হাজার কোটি টাকা অনুমোদন করল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (ডিএসি)।

একদিকে চিন, অন্যদিকে পাকিস্তান, দুই প্রতিপক্ষকে শায়েস্তা করতে আরও শক্তি বাড়াচ্ছে ‘আত্মনির্ভর ভারত’। স্থল, নৌ এবং বায়ুসেনার শক্তি বাড়াতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য ৭৯ হাজার কোটি টাকা অনুমোদন করল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (ডিএসি)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গোলোন্দাজ বাহিনীর জন্য লয়েটার যুদ্ধাস্ত্র ব্যবস্থা, হালকা ওজনের রাডার, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের জন্য দূরপাল্লার রকেটে ব্যবহারযোগ্য গোলাবারুদ, ড্রোন শনাক্তকারী ইন্ডিগ্রেটেড ড্রোন ডিটেকশন কেনার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে।