ওড়িশা

'ইয়াস'-এর দাপটে ওড়িশায় মৃত ২, স্থলভাগে আছড়ে পড়ার সময় সর্বোচ্চ বেগ ছিল ১৫৫ কিলোমিটার।

'ইয়াস'-এর দাপটে ওড়িশায় মৃত ২, স্থলভাগে আছড়ে পড়ার সময় সর্বোচ্চ বেগ ছিল ১৫৫ কিলোমিটার।
Key Highlights

বুধবার দুপুরে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে বালাসোরের দক্ষিণে স্থলভাগে প্রবেশ করেছে । সেইসময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। 'ইয়াস'-এর দাপটে ওড়িশায় মৃত্যু হয়েছে দুজনের। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ জেনা জানান, "পূর্বাভাসের তুলনায় দুর্বলভাবে আছড়ে পড়ায় বড়সড় কোনও ক্ষতির সম্মুখীন হতে হয়নি।"