দক্ষিণভারতে ধেয়ে আসছে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় "তাউকতাই", খবর সূত্র- মৌসম ভবন

Monday, May 17 2021, 1:13 pm
highlightKey Highlights

বর্ষার আগেই আরব সাগরের বুকে প্রথম ঘূর্ণিঝড় "তাউকতাই"। মৌসম ভবন সূত্রে খবর, আরব সাগরের মাঝ বুকে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়াচ্ছে। যার ফলে আগামী ১৪ই মে থেকে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে অতিভারী বৃষ্টি শুরু হবে। পাশাপাশি ১৬ই মে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এবিষয়ে আইএমডি জানিয়েছে, দক্ষিণপূর্ব আরব সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে লাক্ষাদ্বীপ সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সরকারের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা এবং মৎস্যজীবীদের ফিরে আসার জন্য বার্তাও পাঠানো হয়েছে। 'তাউকতাই' নামটি মায়ানমারের দেওয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File