নিভারের তাণ্ডযে বিপর্যস্ত পুদুচেরি, তামিলনাড়ুতে মৃত ৩। শক্তি হারাচ্ছে নিভার, জানাল আবহাওয়া দফতর।

Thursday, November 26 2020, 11:16 am
highlightKey Highlights

‘ভয়ঙ্কর’ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগেই নিভার শক্তি হারিয়ে সাধারণ ‘ঘূর্ণিঝড়’-এ পরিণত হবে বলে জানাল আবহাওয়া দফতর। রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন,তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও ৩ জন। উপকূলে আছড়ে পড়ার পর থেকে ভয়ঙ্কর তাণ্ডব না চালালেও পুদুচেরি ও তামিলনাড়ুর উপকূল এলাকার জনজীবন বিপর্যস্ত। উপড়ে পড়েছে বহু গাছ। বৃষ্টিতে জলমগ্ন পুদুচেরি-তামিলনাড়ুর বহু এলাকা। চলছে ক্ষয়ক্ষতির হিসেব কষার কাজ। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। উপকূলে আছড়ে পড়ার আগে থেকেই তামিলনাড়ু-পুদুচেরিতে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। আছড়ে পড়ার পর বর্ষণের মাত্রা আরও বাড়ে। সঙ্গে প্রবল ঝড়। নিভারের তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দুই রাজ্যের উপকূল এলাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File