আবহাওয়া

Cyclone Michaung | ল্যান্ডফল হওয়ার পূর্বে তান্ডব ‘মিগজ়াউম’-এর! তামিলনাড়ুতে মৃত ২, জলমগ্ন অঞ্চলে ঘুরছে কুমির! জারি ১৪৪ ধারা! প্রভাব পড়বে বঙ্গেও!

Cyclone Michaung | ল্যান্ডফল হওয়ার পূর্বে তান্ডব ‘মিগজ়াউম’-এর! তামিলনাড়ুতে মৃত ২, জলমগ্ন অঞ্চলে ঘুরছে কুমির! জারি ১৪৪ ধারা! প্রভাব পড়বে বঙ্গেও!
Key Highlights

‘মিগজ়াউম’ ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক অঞ্চল। মৃত্যু হয়েছে ২ জনের। ১৪৪ ধারা জারি করে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজ়াউম’ (Cyclone Michaung)। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। উথালপাথাল সমুদ্র। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরি (Puducherry)উপকূলে। কেবল ওই দিকের আবহাওয়াতেই হয়, এই ঘূর্ণিঝড় প্রভাবে ফেলতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) তেও। যার প্রভাবে বাংলায় ১১টি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। জানা গিয়েছে ‘মিগজ়াউম’  ঘূর্ণিঝড়ের জেরে ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায ১০০ কিমি। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ভেঙে যাওয়ার ফলে  চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির।

‘মিগজ়াউম’ ঘূর্ণিঝড় ও এর প্রভাব :

বর্তমানে সাগরের উপর ঘুরপাক খেতে খেতে ‘মিগজ়াউম’ ঘূর্ণিঝড়টি এগিয়ে চলেছে অন্ধ্র উপকূলের দিকে। যার ফলে ইতিমধ্যেই চেন্নাইতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। উথালপাথাল সমুদ্র। ১৪৪ ধারা জারি করা হয়েছে পুদুচেরি (Puducherry)উপকূলে। মানুষজনকে অকারণে বাইরে বেরোতে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তামিলনাড়ুর উপকূলীয় এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দল মোতায়েন করা হয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে চেন্নাইয়ের রাস্তাতেও কুমির দেখা গিয়েছে বলে খবর। ভাসছে তামিলনাডুর বিভিন্ন এলাকা। এদিকে, ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের প্রভাবে আজ থেকে অন্ধ্র প্রদেশ ও পন্ডিচেরী সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী দুই দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। বেসরকারি অফিসগুলিকেও কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঝোড়া হাওয়ায় বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত বাড়ির পাঁচিল ধসে পড়েছে। সেই দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। সূত্রের খবর, মৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা।

প্রবল বৃষ্টির জেরে চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম, কুড্ডালোর, তিরুভাল্লুর জেলার বিভিন্ন অঞ্চল কার্যত জলের তলায়। ৫ ই ডিসেম্বর অবধি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। মৌসম ভবনের তরফ থেকে জানা গিয়েছে,অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মিগজ়াউম’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পন্ডিচেরী, করাইকানাল, ইয়ানাম সহ একাধিক জায়গায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে বলে আশা করা হচ্ছে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ অন্ধ্র উপকূলে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া :

‘মিগজ়াউম’  ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) এর ওপরেও। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। সেদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বৃষ্টি হবে। বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার উপকূলবর্তী জেলা-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। কার্যত গোটা দিনই মেঘলা আকাশ থাকবে।  ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) বদল হতে চললেও, তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলায় তেমন কোনও দুর্যোগের আশঙ্কা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে -পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া,হুগলি, পূর্ব বর্ধমান,নদিয়া,কলকাতায়।

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)ফের বদল হবে শনিবার থেকে। অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে। এই সময়ে সর্বোচ্চ তাপরমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির মতো হবে। যা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বেশি। ঘূর্ণিঝড়ের পরোক্ষ কাঁটায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শীতের দেখা মিলতে পারে বঙ্গে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে অন্যান্য জেলাগুলিতে। আগামী তিন চার দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।


Sunil Chhetri Retirement | আবেগঘন ভিডিয়োবার্তা দিয়ে অবসরের ঘোষণা! ফিরে দেখা ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর ২১ বছরের বর্ণময় ফুটবল জীবন!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla