Cyclone Fengal | বঙ্গোপসাগরে আজই তৈরী হবে ঘূর্ণিঝড়! সাইক্লোন 'ফেইঞ্জালে'র জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস
মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল বা ফেনগাল। মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি আজ, বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে তামিলনাড়ুতে। এই সাইক্লোনের জেরে ইতিমধ্যে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপূরম ও তিরভাল্লুরে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ত্রাণশিবির ও মেডিক্যাল টিমের ব্যবস্থাও করা হয়েছে।