Cyclone Dana Update | এখনও চলছে দানার ল্যান্ডফল! কার্যত তছনছ হয়ে গিয়েছে ওডিশা উপকূল

Friday, October 25 2024, 6:20 am
highlightKey Highlights

ওড়িশার উপকূলে ‘দানা’ ঘূর্ণিঝড় আঘাত হানিয়েছে, ধামরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত।


এখনও চলছে সাইক্লোন দানার ল্যান্ডফল। বৃহস্পতিবার মধ্যরাত ১২টা ১০ মিনিট থেকে স্থলভাগে ঢুকতে শুরু করেছিল এই ঘূর্ণিঝড়। মূলত ধামারা উপকূলেই ল্যান্ডফল হয়েছে সাইক্লোনটির। ওডিশার ভদ্রক, কেন্দ্রাপাড়া, বালেশ্বর, জগৎসিংহপুরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময়ে হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।শুক্রবার সকাল পর্যন্ত চলছে সেই ল্যান্ডফল প্রক্রিয়া। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের শেষাংশ স্থলভাগে প্রবেশ করছে। গোটা ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলে খবর। এদিকে 'দানা'র দাপটে কার্যত তছনছ হয়ে গিয়েছে ওডিশা উপকূল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File