Cyber ​​Security | সাইবার দুনিয়ায় নিরাপত্তা বিভ্রাট, ১৬ বিলিয়ন আইডি পাসওয়ার্ড ফাঁস, আতঙ্কে ইউজাররা

Friday, June 20 2025, 3:23 pm
Cyber ​​Security | সাইবার দুনিয়ায় নিরাপত্তা বিভ্রাট, ১৬ বিলিয়ন আইডি পাসওয়ার্ড ফাঁস, আতঙ্কে ইউজাররা
highlightKey Highlights

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ১৬ বিলিয়ন লগ ইন তথ্য ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে।


সম্প্রতি ১৬ বিলিয়নেরও বেশি আইডির পাসওয়ার্ড অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এটাকে ইতিহাসের অন্যতম বড় ডেটা লিক বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। ফোর্বস সূত্রে খবর, ১৮৪ মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি ডেটাবেস ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। এই ডেটাবেসে রয়েছে অ্যাপল, গুগল থেকে শুরু করে ফেসবুক, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবা, যে কোনও অনলাইন পরিষেবার তথ্য। এই তথ্য শিপিং প্রচারণা এবং অ্যাকাউন্ট টেক ওভার, ব্যবসায়িক ইমেল কম্প্রোমাইজের মত ঘটনায় কাজে লাগানো হতে পারে ববলে আশঙ্কা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File