Israel Iran War | ইরানের ব্যাঙ্কে সাইবার হানা! ডিজিটাল ‘সার্জিক্যাল স্ট্রাইক’ যুদ্ধে নেমেছে ইজরায়েল
Tuesday, June 17 2025, 3:12 pm
Key Highlightsবিমান হানা এবং মিসাইল হামলার মাঝে ইরানের রাষ্ট্রায়ত্ত ‘ব্যাঙ্ক সেপাহ’তে সাইবার হানা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি হ্যাকার গোষ্ঠী ‘প্রেডাটোরি স্প্যারো’।
ইরান বনাম ইজরায়েল সংঘাত ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিমান হানা এবং মিসাইল হামলার মাঝে ইরানের রাষ্ট্রায়ত্ত ‘ব্যাঙ্ক সেপাহ’তে সাইবার হানা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি হ্যাকার গোষ্ঠী ‘প্রেডাটোরি স্প্যারো’। এই হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, সাইবার হানা চালিয়ে ওই ব্যাঙ্কের ডেটা নষ্ট করে দেওয়া হয়েছে। এর জেরে ব্যাঙ্কের সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন স্তব্ধ হয়ে গিয়েছে। হ্যাকারদের দাবি, ইরানের মিলিটারি পরমাণু প্রোগ্রাম এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ফান্ডিং করতো এই ব্যাঙ্ক।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ব্যাঙ্ক জালিয়াতি
- জালিয়াতি
- হ্যাক
- হ্যাকিং
- হ্যাকার

