দিল্লির কাছে ম্যাচ হারায় ১২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হল ধোনির উপর
Friday, December 8 2023, 1:22 pm

১৪ তম আইপিএল এর শুরুটা একেবারেই ভালো গেল না ক্যাপ্টেন কুল চেন্নাই সুপারকিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। প্রথম ম্যাচে দিল্লির কাছে দল তো হারলই তার উপর গোটা ম্যাচ জুড়ে স্লো-ওভার রেটে খেলার জন্য আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা দিতে হল ক্যাপ্টেন কুলকে। আইপিল কর্তৃপক্ষের তরফে এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, 'শনিবার ওয়াংখেড়েতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপারকিংস স্লো ওভার রেট বজায় রেখে চলছিল। আর সেই দায়েই অভিযুক্ত করে ১২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হল ধোনির উপর।'
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২১
- মহেন্দ্র সিংহ ধোনি
- ক্রিকেট
- আইপিএল