CSK vs LSG | পর পর হারের পর অবশেষে জয়, ৫ উইকেটে লখনউকে পরাস্ত করলো CSK!

Monday, April 14 2025, 6:27 pm
highlightKey Highlights

টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের স্বাদ পেলো চেন্নাই সুপার কিংস।


টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের স্বাদ পেলো চেন্নাই সুপার কিংস। অন্যতম ধারাবাহিক দল লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে পরাস্ত করল CSK। টস জিতে লখনউকে ব্যাটিং করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ করে ১৬৬ রান। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। ৪৯ বলে ৬৩ রান করেন তিনি। এরপর লখনউয়ের গড়া রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের শেখ রশিদ ও রাচিন রবীন্দ্র জুটি করে ৫২ রান। ধোনি ও দুবের জুটি করে ৫৭ রান। ১৯.৩ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে ফেলে CSK।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File