দেশ

Katra-Reasi Railway | আরও কাছাকাছি আসবে জম্মু-কাশ্মীর! কাটরা-রিয়াসি রেলপথকে সবুজ সংকেত CRSর

Katra-Reasi Railway  | আরও কাছাকাছি আসবে জম্মু-কাশ্মীর! কাটরা-রিয়াসি রেলপথকে সবুজ সংকেত CRSর
Key Highlights

জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথে সবুজ সংকেত দিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।

জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথে সবুজ সংকেত দিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এর ফলে আরও কাছাকাছি আসবে জম্মু কাশ্মীর। CRS সার্টিফিকেশনের ফলে শ্রী বৈষ্ণো দেবী কাটরা এবং রিয়াসি স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে আর বাধা রইল না। নবনির্মিত এই ১৭ কিলোমিটার দীর্ঘ পথে প্রতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। স্টেশনের লুপ লাইনে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে ট্রেন চলার অনুমতি দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, এই রুটে চলবে বন্দে ভারত, ডেমু এবং মেমু হাই স্পিড ট্রেন।