কোচ এবং সিআরপিএফ-এর এক কর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক মহিলা কুস্তিগীর-এর
Thursday, December 10 2020, 12:37 pm

কোচ সুরজিত সিংহ ও ডিআইজি খাজান সিংহের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সিআরপিএফ-এর জওয়ান ৩০ বছরের এক মহিলা কুস্তিবিদ। তিনি আরো বলেছেন কোচ সুরজিত সিংহ আমাকে এবং দলের বহু মেয়েকে যৌন নির্যাতন করেন।পঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা ওই মহিলা কুস্তিগীর। মাতৃত্বকালীন ছুটির পর ফিরে এসে তিনি অভিযোগ দায়ের করেন। একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার চারু সিনহা তদন্তের ভার নিয়েছেন বলে জানা যাচ্ছে।
- Related topics -
- ক্রাইম
- সিআরপিএফ
- আইপিএস অফিসার