Live-in Partner Murder | পুলিশকে খুন থানায় আত্মসমর্পণ লিভ-ইন পার্টনারের! গুজরাটে ভয়াবহ নৃশংসতা

ফের লিভ-ইন পার্টনারের হাতে খুন সঙ্গী। একজন মহিলা পুলিশ কর্মীকে খুন করলেন তাঁর প্রেমিক, যিনি নিজে সিআরপিএফের কনস্টেবল।
ইন্সটাগ্রামের মাধ্যমে আলাপ হয়েছিল গুজরাটের কচ্ছের বাসিন্দা অরুণাবেন নাটুভাই যাদবের সঙ্গে দিলীপ দাংচিয়া নামে এক যুবকের। সেখান থেকে প্রেম। ২০২১ সাল থেকে লিভ ইনেই থাকতে শুরু করেন দুজন। অরুনাবেন পেশায় একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, দিলীপ নিজেও সিআরপিএফের কনস্টেবল। শুক্রবার রাতে ওই যুগলের মধ্যে বচসা শুরু হয়। বচসার মাঝে দিলীপ অরুণার গলা টিপে ধরে তাঁকে দম বন্ধ করে খুন করে। রাতটুকু মৃতদেহের সঙ্গে কাটিয়ে সকাল হতেই আঞ্জার পুলিশ স্টেশনে আত্মসমর্পন করেন দিলীপ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ক্রাইম
- ক্রিমিনাল জাস্টিস
- গুজরাট
- খুন