Cristiano Ronaldo । হাত পা বাঁধা রোনাল্ডোর! নিজের দলের হার দেখতে হলো গ্যালারিতে বসে
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের কাছে ২:১ গোলে হারল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের কাছে ২:১ গোলে হারল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিল আল নাসের, তাই রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এদিন গ্যালারিতে বসে দলের হার দেখলেন তিনি। দূর্দান্ত ম্যাচ খেলেও শেষরক্ষা হলো না দলের। ম্যাচের ৮০ মিনিটে রোমেইনের গোলে সমতা ফিরলেও খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে আল সাদকে জেতান আদম। ২০১১ তে এফএসসি চ্যাম্পিয়ন লিগজয়ী আল সাদ এবারেও পৌঁছে গেলো প্লে অফে।