Cristiano Ronaldo | হুমকি পেতেই নিরাপত্তা বাহিনী বদল রোনাল্ডোর! কাজে নামলেন 'আগ্রাসী' মিগুয়েল ভাজ
Wednesday, April 9 2025, 3:14 pm

সম্প্রতি জর্জিনা রড্রিগেজ় ও ক্রিস্তিয়ানো রোনাল্দোকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়। যার পরই নিজের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্দো।
সম্প্রতি ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে। তারপরই নিজের নিরাপত্তা বিষয়ে সচেতন হয়েছেন রোনাল্ডো। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, নিজের নিরাপত্তা টিমকে বদলে ফেলেছেন তারকা। পর্তুগালের ক্লদিও মিগুয়েল ভাজ় পেয়েছেন রোলান্ডোর নিরাপত্তার দায়িত্ব। মিগুয়েল ভাজ এর আগে রোনাল্দোর সতীর্থ রাফায়েল লিয়াও এবং গেলসন মার্তিনেসের জন্যে কাজ করেছেন। ভাজ নিরাপত্তার বিষয়ে আপোষ করেননা, তিনি আগ্রাসী। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে জর্জিনার নিরাপত্তার সময় ভাজ়ের ভূমিকায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
- জেড ক্যাটাগরি নিরাপত্তা
- নিরাপত্তারক্ষী
- নিরাপত্তা