কিংবদন্তি পেলে-কে টপকে বিশ্বের সর্বোচ্চ গোল দাতাদের তালিকায় দু’নম্বরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Monday, January 4 2021, 11:54 am
Key Highlights
৭৫৮ গোল, পেলে-কে টপকে রোনাল্ডো এখন দ্বিতীয় স্থানে। ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন তিনি। সেরি আ-তে উডিনেজের বিরুদ্ধে জোড়া গোল করেন রোনাল্ডো। প্রথম গোল করার পরেই ছুঁয়ে ফেলেন পেলে-কে। দ্বিতীয় গোল করে টপকে যান তাঁকে। সেখানে বিকানকে স্পর্শ এবং টপকে যাওয়ার সুযোগ থাকছে রোনাল্ডোর সামনে। স্যান্টোস, নিউ ইয়র্ক কসমস এবং ব্রাজিলের হয়ে সরকারিভাবে মোট ৭৫৭ গোল করেছিলেন পেলে। স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে ৬৫৬ গোল রয়েছে রোনাল্ডোর। দেশের হয়ে ১০২ গোল করেছেন। অর্থাৎ ১৮ বছরের কেরিয়ারে প্রতি বছর গড়ে ৪২টি করে গোল করেছেন রোনাল্ডো।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- পেলে