Cristiano Ronaldo | ৪০ বছরেও অদম্য রোনাল্ডো! আল নাসরের জয়ের ম্যাচে ৯২৪তম গোল করে নতুন ইতিহাস!
Saturday, February 8 2025, 8:10 am

মায়ের সামনে ৪০ বছরে পা রেখে প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা।
রোনাল্ডো মাঠে নামলে নতুন রেকর্ড প্রত্যাশিত। শুক্রবার রাতেও ব্যতিক্রম হল না। মায়ের সামনে ৪০ বছরে পা রেখে প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা। এই বয়সে সাধারণত যখন খেলোয়াড়রা অবসর নিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন, সেখানে হাজার গোলের ইতিহাস গড়ার লক্ষ্যে আরও এক গোল দিলেন পাঁচটি ব্যালন ডি’অর জয়ী তারকা। সৌদি প্রো লিগে আল ফেইহাকে ৩:০ গোলে হারায় রোনাল্ডোর আল নাসের। সেই ম্যাচের ৭৪ মিনিটে ৯২৪ তম গোলটি করেন সিআর সেভেন। আর ছেলের এই নয়া রেকর্ড মন ভরে উপভোগ করলেন রোনাল্ডোর মা ডোলোর্স অ্যাভেইরো।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো