চেনা ছন্দে ধরা দিলেন রোনাল্ডো, গড়লেন নয়া নজির। পর্তুগিজ ঝড়ে বিধ্বস্ত অ্যান্ডোরা।
Thursday, November 12 2020, 12:49 pm
Key Highlightsসব সময়ে চর্চায় থাকেন রোনাল্ডো। অ্যান্ডোরার বিরুদ্ধে গোল করার পরেও তাঁকে নিয়ে ভক্তদের আলোচনা সোশ্যাল মিডিয়ায়। অসাধারণ খেললেন, গোল করলেন এবং করালেনও। অ্যান্ডোরার গোল লক্ষ্য করে একাধিক বার শট নিয়েছিলেন পর্তুগিজ মহানায়ক। কিন্তু সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। রোনাল্ডো একটি গোল করলেও তাঁর সতীর্থদের দাপটে লিসবনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অ্যান্ডোরাকে ৭-০ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল। খেলার ৮ মিনিট থেকে শুরু হয় পর্তুগালের গোল উৎসব। ৮৮ মিনিট পর্যন্ত চলে তা। অ্যান্ডোরার বিরুদ্ধে জয়ের ফলে নতুন মাইলফলক ছুঁলেন রোনাল্ডো। দেশের হয়ে শততম ম্যাচ জিতলেন তিনি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- পর্তুগাল
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো

