‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজের নয়া মরশুমের ট্রেলার! এজলাসের লড়াইয়ে পঙ্কজ-কীর্তি-যিশু।

Thursday, December 10 2020, 12:57 pm
‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজের নয়া মরশুমের ট্রেলার! এজলাসের লড়াইয়ে পঙ্কজ-কীর্তি-যিশু।
highlightKey Highlights

কখনও ‘মির্জাপুর’-এর কালিন ভাইয়া, আবার কখনও ‘সেক্রেড গেমস’-এর গুরুজি। এবার ওয়েব দুনিয়ায় অ্যাডভোকেট মাধব মিশ্র হয়ে ফিরছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তাঁর সঙ্গে এবার দেখা যাবে বাংলার যিশু সেনগুপ্তকে। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ‘ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড দ্য ক্লোজড ডোরস’ সিরিজের ট্রেলার। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজের প্রথম মরশুম। সেখানে মাধব মিশ্র হয়ে আদিত্য নামে এক ট্যাক্সি চালকের মামলা লড়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি। সঙ্গে নিখত হুসেন হিসেবে ছিলেন অনুপ্রিয়া গোয়েঙ্কা। সিরিজের যিশুর চরিত্র সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এবার গল্প আবর্তিত হবে অনুরাধা চন্দ্রর চরিত্রকে কেন্দ্র করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File